✍️ Song Lyrics:
শুরু থেকেই বুঝতাম
তুমি ভালোবাসো
তোমার চোখের কথা
চুপচাপ ভাষা
আমিও চাইনি হারাতে তোমাকে
তবু সময় চেয়েছিলাম
একটু...
একটু করে
কেন তুমি আগের মতো ফিরে আসো না
তোমার হাসি তোমার ছোঁয়া
সব ফেলে যাওয়া
কেন তুমি আগের মতো ফিরে আসো না
আমি আজও তোমার পথে বসে
খুঁজে চলি জানালা
আকাশটা কালো
তবু আলো খুঁজে যাই
তোমার ছায়া
মনে মনে আঁকি আজও তাই
তুমি দূরে কোথাও
আমার স্বপ্নের বাইরে
কিন্তু মনটা বলে
তুমি আছো ঠিক আমারই ভেতরে
সময় থেমে নেই
তবু আমি থেমে আছি
তোমার নাম ধরে বারবার ডাকি
আমার হৃদয়টা যেন এক দুঃখের গান
তুমি শুনছো কি এই কান্নার সুরে প্রাণ
কেন তুমি আগের মতো ফিরে আসো না
তোমার হাসি তোমার ছোঁয়া
সব ফেলে যাওয়া
কেন তুমি আগের মতো ফিরে আসো না
আমি আজও তোমার পথে বসে
খুঁজে চলি জানালা
তোমার স্মৃতিতে ভেসে যায়
প্রতিটি দিন
তুমি কি শুনছো আমার এই সুরের বীণ
কেন তুমি আগের মতো ফিরে আসো না
তুমি আগের মতো ফিরে আসো না