আলহামদুলিল্লাহ ভালো আছি

 রাত এখন ৯.১৮ তারিখ ২৯ জানুয়ারি ২০২৪ ; হঠাৎ মনে হলো নিজেকে নিয়ে লিখি। কিন্তু শুরুটা করবো কিভাবে বুঝে উঠতে পারছিনা। কারণ এই সামান্য জীবনের প্রায় ২২ বছর অতিবাহিত হয়ে গেছে, লেগেছে গায়ে অনেক হাওয়া জার দরুন হয়ত শুরুটাই করতে পারছিনা।



আলহামদুলিল্লাহ ভালো আছি
আলহামদুলিল্লাহ ভালো আছি 


আমি মানুষটা অনেক সহজ সরল মানুষের কথায় আগে অনেক বিশ্বাস করতাম। যে যেটাই বলতো সেটাই বিশ্বাস করাটাই হয়তো আমার কাছে কিছু একটা কাজ করেছিলো জার ফলে সব কিছুতে বিশ্বাস করে ফেলছিলাম। যাইহোক আমার একটা খারাপ দিক আছে সেটা হলো সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করা এবং আসে পাশের মানুষদের হাসি খুশি রাখার চেষ্টা করা। সেটা ছোট বেলা থেকেই ছিল আমার মধ্যে কিন্তু যখন আসতে আসতে বড় হতে শিখলাম তখন মনে হতে লাগলো যাদেরকে সামান্য কারনে হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম তাদের কাছে কি আমার মুল্য আছে?  হঠাৎ করেই আমি সব কিছু পাই আবার জখন পাই সব একসাথেই পাই আবার একসাথেই শেষ হয়, মাঝখানে আমার সামান্য খুশি জন্মায় শেষে কয়েক মুহুত্ব পর সব বিলিয়ে যায়। ওই দেখো বলতে ছিলাম আমি কেনও হাসি খুশি থাকার চেষ্টা করি। আসলে হাসি খুশি থাকলে মনটা ভালো থাকে বাহিরের সকল চিন্তা ভাবনা থেকে দূরে থাকা জায়। তবে এখন বুঝতে পারছি সকল সময় হাসি খুশি থাকার বদলে কিছু সময় মন খারাপ করে থাকতে শিখতে হবে। কেনও মন খারাপ করে থাকতে হবে তা তুমি নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবে কেনও একটা মানুষ মন খারাপ করে থাকতে চায়। যাইহোক তুমি হয়তোবা পড়া থামিয়ে ভাবতে শুরু করেছে আমাকে নিয়ে। এবার থামও আমি তোমার এমন কেউ নই যে আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে। তুমি হয়তো ভেবে নিয়েছ আমি কারও মায়ায় জরিয়ে এসব আবেগের কথা বলছি। আসলে সেটার কিছুটা হলেও সত্যি কিন্তু এটা ছিল ভুল মায়া জেটা সম্ভব না সেটাই হয়েছে। রাত ১১.৫৯ আমার কাছে একটা কালো রাতের মতো  বাকিটা তুমি বুঝতে পারছো আমি কোন দিকে ইংগিত করছি। যাইহোক মানুষ যে সব সময় ভালো থাকার চেষ্টা করে নিজেকে হাসি খুশি দেখায় সবার সাথে ফানি আচরণ করে এর পেছনে কিন্তু অনেক কারণ থাকে তা তুমিও জানও আমিও জানি তবে ভুল করে একটা কিছুতে অজান্তে জরিয়ে পরলে কতটা ডিপ্রেশন তৈরি হয়ে তা বুঝা  জায়।  আমি নিজেও জানিনা কি থেকে কি লিখছি তবে আমি আমার মনের কথা গুলো তোমাকে বলছি তা তুমি শুনছো এর পরে তুমি কি মনে করবে তা তোমার কাছে আমি এটি লিখতাম না হঠাৎ মনে হলো লেখা প্রয়োজন তাই লিখতে বসছিলাম। হাসি খুশি যে সব সময় সকলের জন্য একটা খারাপ সময় এনে দিবে তা বুঝতে আমি এখন পারছি।  কারণ জখন একটা মানুষ সবাইকে বলতে থাকে হাসি খুশি থাকো মন ভালো থাকবে তখন তুমি নিজেই ভালো করে জানও এর মানে কতদুর চলে গেছে।  নিজের ডিপ্রেশনের মধ্যে থেকে অন্যকে হাসি খুশি রাখার পাশাপাশি নিজে একটু খুশি থাকার জন্য মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে কিসের জন্য। আমি জানি এগুলো তোমার মাথায় ঢুকবে না। তুমি রকম সময়ে কি করেছ হাত কেটেছ, নিজেকে কষ্ট দিয়েছ তাতে কি হয়েছে তোমার কি কোনো লাভ হয়েছে?  তুমি শুধু মাত্র স্টাটাস দিয়ে নিজের আবেগ শেয়ার করার চেষ্টা করেছ তাতে লাভ বই কিছুই হয়নাই। ভালো থাকা এবং এর মতো দেখানো যে কত যন্ত্রনার তা তুমি যখন মোটিভেশনাল কথা শুনবা তখন বুঝতে পারবা । আমি কি বলতে চেয়েছিলাম এবং কি বুঝাতে চেয়েছিলাম। 


আগেই বলেছিলাম আমি কিছু পেলে এক সাথে পাই তার অনেক কিছু তুমি এখন বুঝতে পারছো। এই সামান্য জীবনে অনেক কিছু আর ফিরবার নয় কারণ মোটিভেশনাল কথা থেকে তাই বুঝা জায়। আগে কত সময় অতিবাহিত হয়েছে সবার সাথে এখন অন্ধকার ঘর প্রিয় হতে শুরু করেছে। লক্ষ্য করলে দেখতে পাবা তোমাদের থেকে দূরে সরে চাওয়া আমার শুরু হয়েছে। যখন একটি কারণ ৮ বছরের ইতিহাসকে ধ্বংস করেছে তখন বাকি রইল অনেক কিছু বুঝতে তুমি পারবে না থাক এখানেই শেষ করি। ভালো থাকার চেষ্টা করি ভালো দেখানোর চেষ্টা করি হাসি খুশি থাকার চেষ্টা করি, দেখি যদি কিছু কম হয়। এর মধ্যে পরিবারের কথা বলাই হয়েনি পরিবারের সকলের জন্য শুধু করিয়েন। ভালো আমি আছি শুধু মাত্র মোহটা কেটে গেলেই আমি সত্যি অনেক খুশি হবো। আগের মতো করে পাবেন কিনা আমাকে তা সময়ের ব্যপার বাকিটা আপনি ভালো বুঝেন। আমি মাত্র আমার কথা বলছি  আমরা সব সময় কেনও বারবার একই ভুল করি। কেনও ভালো থাকার মিথ্যে নাটক সাজাই, ভালো আছি সব সময়ের ভুল গুলো নিয়ে। মাত্র জীবনের কিছু মুহুর্ত কাটিয়েছি জীবন চলার অনেক পথ বাকি তুবু বার বার একই ভুল বারবার একই ভুল মাথার মধ্যে ঘুরপাক খায়। এর থেকে বাচার উপায় কি? সকল ভুল থেকে সরিয়ে ফেলার কাজ শুরু করতে হবে। মিডিয়াতে যেমন দেখও বাস্তবে আমি সেই নই। 

কেউ জদি আমাকে জানতে চায় আমি তাকে আগে বলি আগের আমাকে বোঝার চেষ্টা করো তাহলে তুমি আমাকে জানতে পারবে। পরিশেষে 

>আলহামদুলিল্লাহ ভালো আছি

ি  ।

 

Post a Comment

Hello,
This is Md Ariful Islam Sabbir , if you have any question or idea or feedback you can comment here without share is name and information .

Previous Post Next Post